কেদারনাথ ধামে আটকে হাজার পুণ্যার্থী, ঘাড়ের কাছেই দাঁড়িয়ে মৃত্যু!

'কেদারনাথ ধামে থাকা ১০০০ জনকেও শীঘ্রই উদ্ধার করা হবে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking-cloudburst-in-uttarakhand-s-kedarnath-several-feared-trapped-1722452014212-16_9-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বন্যা ও ভূমিধসের পরিস্থিতি সম্পর্কে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এদিন বলেন, “রাজ্যে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে। সমস্ত বিভাগ সতর্ক অবস্থায় রয়েছে। আমি রাজ্যের বেশ কয়েকটি জায়গাও পরিদর্শন করেছি, যেখানে আমি নিজে গিয়ে স্থানীয়দের সাথে দেখা করেছি। কেদারনাথ দর্শনের জন্য আসা ভক্তদের এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং কেদারনাথ ধামে থাকা ১০০০ জনকেও শীঘ্রই উদ্ধার করা হবে। এমআই হেলিকপ্টার ইতিমধ্যেই পাঠানো হয়েছে বিধ্বস্ত এলাকা গুলিতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য মন্ত্রীরা আমাদের সাথে যোগাযোগ রাখছেন প্রতিনিয়ত”।

 

Adddd