নিজস্ব সংবাদদাতাঃ আজ ২৩শে ডিসেম্বর, বাংলার ৭ই পৌষ। আজকে থেকেই শুরু হয়েছে শান্তিনিকেতনের পৌষের মেলা। ৫ বছর পরে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ এই পৌষমেলার আয়োজন করছে ৷ তবে বিগত বছরের চেয়ে এবারের মেলায় কিছু পরিবর্তন দেখা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, বদল ঘটানো হয়েছে মেলার স্টলে। আসলে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের তিক্ততার ফলে এবার তার প্রভাব পড়েছে শান্তিনিকেতনের পৌষ মেলাতেও। তাই এবার এই মেলার স্টলের তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশের স্টল।
জানা গিয়েছে যে, অপার বাংলার সাথে সাথেই এবারের স্টলে দেখা মেলেনি নেপাল, ভুটান-সহ বেশ কয়েকটি দেশের স্টলও। এই বিষয়ে শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেন, '' পৌষমেলা এবার আন্তর্জাতিক হতে পারল না ৷ যেহেতু ওপার বাংলায় একটা অস্থিরতা তৈরি হয়েছে ৷ ফলে বাংলাদেশের স্টল আসেনি। নেপাল, ভুটানের স্টলও আসেনি ৷ এতে খারাপ লাগা আছে ৷ কিন্তু, ঐতিহ্যবাহী পৌষমেলা হচ্ছে। মানুষজন উপভোগ করবে। আশাকরি আগামী বছর থেকে বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক হলে স্টল আসবে। আমাদেরও ভালো লাগবে। ''
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বিগত বছর অর্থাৎ ২০১৯ সালে শেষবার বাংলাদেশের দুটি স্টল ছিল এই মেলায়। এই নিয়ে ক্রেতাদের মধ্যে কিছুটা আক্ষেপ থাকলেও, এত বছরের বিরতির পরে এই মেলায় আসতে পেরে তারা খুশী।