নিজস্ব প্রতিনিধি: বক্সার টাটানগর এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় হঠাৎ লেগে যায় আগুন, এদিন আদ্রা ডিভিশনের আদ্রা পুরুলিয়া রেলপথের ছররা স্টেশনের আগে এই ঘটনা ঘটে। ঘটনার পর আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
/anm-bengali/media/post_attachments/9781e248-56b.png)
ঘটনার পর থেকে সেখানে ট্রেন দাঁড় করানো হয়। এরপর আগুন নেভানোর কাজ শুরু করে রেল প্রশাসন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে কামরায়। ট্রেনের জেনারেল কামরায় অগ্নি সংযোগ ঘটে। যার ফলে ট্রেনের একাংশ নিয়ে যাওয়া হয় ছররা রেল স্টেশনে।