নিজস্ব সংবাদদাতা : স্কুলের পাঠ্যপুস্তকে ছাপা যাবে না ইন্ডিয়া। ব্যবহার করতে হবে ভারত। এনসিইআরটি প্যানেলের সুপারিশে এবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে তার সাফ কথা,"এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত কারণ সমস্ত রাজনৈতিক দল মিলে ইন্ডিয়া জোট গঠন করেছে৷ তারপর থেকে এই মানুষগুলো ইন্ডিয়া নামটাকে ঘৃণা করতে শুরু করেছে। আমরা ভারতকে ঘৃণা করব না কারণ ভারত আমাদের, ভারত আমাদের দেশ। সংবিধানে ইন্ডিয়ার উল্লেখ আছে কিন্তু ভারত হোক বা ইন্ডিয়া, এটি একটি দেশ, আপনাকে মেনে নিতে হবে। সর্বদলীয় বৈঠক ডেকে এই বিষয়ে আলোচনা করা কি আপনার দায়িত্ব নয়? ভারত হোক বা ইন্ডিয়া,আমরা এক। আপনি শীঘ্রই জানতে পারবেন যে আমরা ২০২৪ সালে জিততে চলেছি।"