নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কান্ডে উত্তাল সারা দেশ। দেশ জুড়ে এই নিয়ে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। প্রতিবাদের মাত্রা দেশ ছাড়িয়ে বিদেশেও ছাড়িয়েছে।
আরজি কর নিয়ে এবার সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, '' যথেষ্ট। কোন সভ্য সমাজ কন্যা ও বোনদের এই ধরনের নৃশংসতার শিকার হতে দিতে পারে না। জাতি ক্ষুব্ধ হতে বাধ্য, এবং আমিও তাই। ''
মহিলাদের বিরুদ্ধে অপরাধ থেকে পরিত্রাণ পেতে সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর আরও জোর দিয়ে, মুর্মু বলেছিলেন, "সমাজের প্রয়োজন সৎ, নিরপেক্ষ আত্ম-আত্মদর্শন, নিজেকে কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করুন। '' তিনি আরও বলেন যে, '' নির্ভয়ার পর থেকে ১২ বছরে, অগণিত ধর্ষণ হয়েছে সমাজ ভুলে গেছে এই 'সম্মিলিত স্মৃতিভ্রংশ। ''