নিজস্ব সংবাদদাতা: অযোধ্যার সরয়ু ঘাটে আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া দীপোৎসবের আগে ১১০০ জন মহিলা ও পুরুষ সরয়ু আরতি করছেন।
নারীদের এগিয়ে রাখার নিদর্শনে ফের একবার শিরোনামে যোগী জির অযোধ্যা। দেখুন এই বিশাল আরতি। যা মন ছুঁয়ে যাবে আপনারও।
#WATCH | Uttar Pradesh | 1100 people including a large number of women are performing the Saryu Aarti ahead of Deepotsav, scheduled to be held tomorrow, at Saryu Ghat, in Ayodhya pic.twitter.com/ZLC9SUP79W