নিজস্ব সংবাদদাতা : সোনা পাচার বাড়ছে? বিদেশ থেকে সোনা নিয়ে এসে এদেশে ধরা পড়ার ঘটনা প্রায়শই ঘটছে কোন না কোনো বিমানবন্দরে। তৎপর কাস্টমস। তাদের নজর এড়িয়ে সোনা পাচার মোটেও সহজ নয়। আরেকবার তার প্রমাণ মিললো। এবার কফি মেকারে লুকিয়ে সোনা পাচারের ছক ছিল। কিন্তু নাগপুরে কাস্টমসের চোখ এড়ানো গেল না। অগত্যা তাই ধরা পড়তেই হল। ৩.৪৯৭ কেজি সোনা উদ্ধার হয়েছে যার বাজারমূল্য ২.০১ কোটি টাকা।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)