নিজস্ব সংবাদদাতা: ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে গুজরাটে নতুন করে বন্যা পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে। এই পরিস্থিতির মধ্যেই এবার তেলেঙ্গানার ভদ্রাচলমে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে বন্যা ভয়।
সেখানে ক্রমাগত ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়ে চলেছে। এই অঞ্চলে চলমান অবিরাম বৃষ্টির কারণে গোদাবরী নদীতে জলস্তর বেড়েছে। ফলে বন্যা পরিস্থিতি যেকোনও মুহূর্তে বড়সড় হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।