নিজস্ব সংবাদদাতা: পুজো আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। ইতিমধ্যে মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষের দিকে। প্রতিমায় শেষ তুলির টান দিতে ব্যস্ত শিল্পীরা। এই পরিস্থিতিতে পুজোর প্ল্যান তৈরি প্রায় সকলের। পুজো পুজো গন্ধ চতুর্দিকে। এবার ঠিক পুজোর আগেই কপাল খুলল সরকারি কর্মচারীদের।
কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ঢুকছে দুর্গাপুজোর বোনাসের টাকা। বোনাস এল সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। দুর্গাপুজোর আবহে ত্রিপুরার সরকার সকল কর্মীদের জন্য দারুণ চমক রয়েছে। বোনাসের খবরে খুশি ত্রিপুরার সরকারি কর্মচারীরা। এবার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার বিভিন্ন সরকারি কর্মীদের জন্য উৎসব অনুদান বা পুজোর বোনাস ঘোষণা করেছে। অক্টোবর থেকে শুরু পুজো। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা দাবি করেছেন, পুজোর বোনাসে বহু সরকারি কর্মচারীরা উপকৃত হবেন। গ্ৰুপ ডি কর্মীরাও ২০০০ টাকা পাবেন বোনাস হিসেবে বলে জানা গিয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের বোনাস হিসেবে ২২০০ টাকা, পেনশন প্রাপকদের ২০০০ টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।