নিজস্ব সংবাদদাতাঃ এবার এক নতুন চমক নিয়ে এল হোয়াটসঅ্য়াপ। জানা গিয়েছে যে, এবার থেকে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টার লাগিয়ে হোয়াটসঅ্য়াপেও করা যাবে ভিডিও কল। হোয়াটসঅ্য়াপে আসতে চলেছে অগমেন্টেড রিয়ালিটি তথা এআই ফিল্টার।
/anm-bengali/media/post_attachments/f149be5db195a83a8ddb60684b31400fae300e811500f29ecb4041ac2f837053.jpeg?width=700)
সূত্র মারফত জানা গিয়েছে যে, বিটা ইউজারদের একাংশ ইতিমধ্যে এই ফিল্টার ব্যবহারের সুযোগ পেয়েছেন। এই ফিচারের ফলে ব্যহারকারীরা ভিডিও কল চলাকালীন নিজেদের মুখে এআর ফিল্টার লাগাতে পারেন। যেগুলিতে থাকছে অনেক রকমের ফিল্টার। আশা করা হচ্ছে যে ভবিষ্যতে ডেস্কটপেও এই ফিল্টার ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা।
/anm-bengali/media/post_attachments/b5685f78c4fd148ce2338bac68dd5b1f9b1c6af861c4f4249be033c852d280b2.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)