নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বাজেট সংক্রান্ত কিছু বিশ্লেষণ করার জন্য জম্মু-কাশ্মীরে উপস্থিত হয়েছেন ইউনিয়ন মিনিস্টার কিরেণ রিজিজু। আর এরমধ্যেই ২০২৫ সালের বাজেট নিয়ে তিনি যে চরম আত্মবিশ্বাসী তা নিজের কথাতেই প্রকাশ করলেন কিরেন রিজিজু। এইদিন তিনি বলেন যে '' ২০৪৭ সালে বিকশিত ভারত গড়বে ২০২৫ সালের এই বাজেট। এই বাজেটে ইনফ্রাস্ট্রাকচারে বিশেষ জোর দেওয়া হয়েছে, এছাড়াও মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব, কৃষক, মহিলা ও শিশু সকল ক্ষেত্রের মানুষের কথা ভেবেই এই বাজেট তৈরী করা হয়েছে।'' জম্মু-কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন যে '' ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে জম্মু-কাশ্মীরের অবস্থা কি ছিল তা সবাই জানে, আজ জম্মু-কাশ্মীরেও দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে। '' অর্থ্যাৎ ২০২৫-এর বাজেট নিয়ে তিনি যে চূড়ান্ত আত্মবিশ্বাসী তা নিজের কথার মাধ্যমেই প্রকাশ করলেন রিজিজু।