এবছরের বাজেট এঁদের জন্যেই উল্লেখযোগ্য, শুরুতেই জানিয়ে দিলেন অর্থমন্ত্রী

'মহিলাদের উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে এই গোটা অর্থবর্ষে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
budget-1-87

File Picture

নিজস্ব সংবাদদাতা: সাধারণ বাজেট পেশ করা শুরু হয়েছে ইতিমধ্যেই। একাধিক বিষয়ে ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন বাজের পেশের মধ্যেই তিনি বলেন, “এই বাজেটে, প্রস্তাবিত উন্নয়ন ব্যবস্থা ১০টি বিস্তৃত ক্ষেত্রে নজর দেওয়া হবে। বিস্তৃত, দরিদ্র, যুবক, কৃষক এবং মহিলাদের উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে এই গোটা অর্থবর্ষে”।

x