নিজস্ব সংবাদদাতা : এবার বিজেপি সরকারের বাজেটকে তীব্র কটাক্ষ করলেন দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী আতিশি মার্লেনা। তিনি বলেন, "এই বাজেট এক কথায় 'হাওয়া-হাওয়াই' বাজেট। এই এক লাখ কোটি টাকার বাজেটের কোনও বাস্তবিক ভিত্তি নেই, কারণ দিল্লি সরকার কখনই এত রাজস্ব আদায় করতে পারবে না।" এছাড়াও তিনি বলেন, "এই বাজেট আসলে দিল্লির শিক্ষা, স্বাস্থ্য এবং সাফাই ব্যবস্থাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য বিজেপির পরিকল্পিত পদক্ষেপ।"
ফাইল চিত্র
তিনি অভিযোগ করেন, '' ১০ বছরে প্রথমবার শিক্ষাখাতের বরাদ্দ ২০%-এর নিচে নেমে এসেছে, যা এখন মাত্র ১৯%। তাছাড়া স্বাস্থ্য বাজেট মাত্র ১৩%, যা দিল্লির সরকারি হাসপাতাল ও মহল্লা ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার অবসান ঘটাতে বিজেপির চক্রান্ত।''
#WATCH | On Delhi Budget, LoP Atishi says, "If today's budget, which the BJP has tabled in the House, is described in one word, then it is a 'Hawa-Hawai' budget. This Rs 1 lakh crore budget has no basis. The Delhi government is not going to get Rs 1 lakh crore revenue from… pic.twitter.com/6AISKKbF73