নিজস্ব সংবাদদাতা: মহা কুম্ভ ২০২৫- প্রসঙ্গে অভিনেত্রী ভাগ্যশ্রী বলেছেন "আমরা খুব উত্তেজিত, পুরো পরিবার নিয়ে এসেছি। আমরা দেখতে চাই মহা কুম্ভে কী প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন অনেক সুবিধা করেছে, আমরা দেখব যে এবং গঙ্গা নদীতে পবিত্র স্নান করুন। মহা কুম্ভ বহুদিন ধরেই আমাদের ঐতিহ্য ।"