নিজস্ব সংবাদদাতা: ২৩ অক্টোবর কেরালার তিরুপন্তপুরম বিমানবন্দরে বিমান পরিষেবা বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে, এমনটাই ঘোষণা করল তিরুবন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর। এর কারণ হিসেবে বলা হয়েছে স্বামী মন্দিরের আলাপাস্যি আরাত্তু মিছিল রয়েছে। তাই নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)