নিজস্ব সংবাদদাতা: দিল্লির হংসরাজ কলেজে ‘ভিক্সিত ভারত ২০৪৭’ প্রোগ্রামে, যোগ দেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আগামী পাঁচ বছরে, আমাদের জীবনকে বদলে দেবে। আমরা স্ব-চালিত গাড়ির কথা বলছি, আমরা ড্রোনের কাজ দেখছি, এই ড্রোনগুলিই কিছু বছর আগে একটি সিনেমার মতো ছিল। আমি আপনাদের আরও কিছু বিষয় দেখাতে চাই। আজ আমরা অর্থনীতিতে ৪ ট্রিলিয়ন ডলারের চেয়ে কিছু কম রয়েছি। কিন্তু কিছু বছরের মধ্যেই আমরা অর্থনীতিতে ৫ ট্রিলিয়ন ডলারের বেশি ছাপিয়ে যাব। আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি সম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হব। এই অমৃত কাল সময়ে আমরা ন্যূনতম ৩০ ট্রিলিয়ন অর্থনীতিতে আত্মবিশ্বাস অর্জন করব”।