নিজস্ব সংবাদদাতাঃ নবরাত্রির প্রথম দিনে, ওড়িশা কিন্নর আখাড়ার অন্তর্গত কিন্নররা পলাশপল্লী এলাকার নবদুর্গা কোঠিতে কলশ স্থাপন করে মা দুর্গার পুজো করেছিলেন। বুধবার বিলওয়া বরণ অনুষ্ঠানের পর বৃহস্পতিবার সকালে তারা লিঙ্গরাজ মন্দিরের কাছে বিন্দুসাগর পুকুর থেকে পবিত্র জল নিয়ে আসেন।
অল ওডিশা কিন্নর মহাসঙ্ঘের সভাপতি মীরা পারিদা বলেছেন, " এই পূজা আমাদের জন্য খুব বিশেষ। যখন বিশ্ব আমাদের প্রত্যাখ্যান করেছিল, যখন আমাদের পরিবারগুলি আমাদের প্রত্যাখ্যান করেছিল, তখন ধর্ম আমাদের নিয়েছিল। আমরা সমস্ত আচার-অনুষ্ঠান মেনে চলার চেষ্টা করি। ১৫ বছর ধরে আমরা এখানে পুজোর আয়োজন করছি। "