ইন্ডিয়া ব্লক বলে কিছু নেই- এবার জানিয়ে দেওয়া হল- বিগ ব্রেকিং- আজকের সবচেয়ে বড় খবর

ইন্ডিয়া ব্লক বলে কিছু নেই, কি বলা হল?

author-image
Aniket
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবার বিশাল বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "ইন্ডিয়া ব্লক বলে কিছু নেই। তারা বিভিন্ন ইস্যুতে বিভক্ত। তাদের কোনো ঐক্যবদ্ধ এজেন্ডা নেই"। তার এই বক্তব্যে চরম শোরগোল শুরু হয়েছে। 

এছাড়াও মেহবুবা মুফতির বক্তব্যেরও তিনি পাল্টা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, "আজ আমরা বাংলাদেশে যা দেখছি, হিন্দুরা না জাগলে ভারতেও একই অবস্থা হতে পারে। সবচেয়ে বড় বিপদ বাংলার হিন্দুদের। তারা না জাগ্রত হলে বাংলাদেশের মতো বাংলার হিন্দুদেরও দেশান্তরী হতে হবে।”