নিজস্ব সংবাদদাতাঃ সুপার সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy) নিয়ে ফের একবার মন্তব্য করলেন গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল। তিনি আজ শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত কচ্ছ জেলায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। বর্তমানে মুন্দ্রা, জাখুয়া, কোটেশ্বর, লাকফাট এবং নালিয়ায় প্রবল হাওয়া বইছে এবং বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে দক্ষিণ রাজস্থানের কিছু অংশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলির অনেক অংশে রাস্তা পরিষ্কারের কাজ চলছে।‘