নিজস্ব সংবাদদাতাঃ পূজোর ছুটিতেও নিস্তার নেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্র জানা গিয়েছে যে, চলতি বছর থেকেই উচ্চমাধ্যমিকের পাঠক্রমে বদল হতে চলেছে। শুধু তাইই নয়, পাঠক্রম বদলের পাশাপাশি সেমিস্টার পদ্ধতিতে হতে চলেছে আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
ঘনঘন পরিকল্পনা বদলের ফলে যাতে শিক্ষার্থীদের কোনরকম কোন অসুবিধে না হয় সিলেবাস শেষ করতে, সেই কারণে গরমের ছুটি এবং পুজোর ছুটিতেও অনলাইন ক্লাস চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। শিক্ষা সংসদ মারফত আরো জানা গিয়েছে যে, পুজোর সময় ১৭ ই অক্টোবর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়া হবে।