ওয়ার্ক ফ্রম হোমের কাজে প্রলোভনের ফাঁদ পাতা র‍য়েছে, এড়াবেন কিভাবে ?

এড়িয়ে চলুন ওয়ার্ক ফ্রম হোমের কাজ।

author-image
Adrita
New Update
f

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ওয়ার্ক ফ্রম হোম করেন ? কিন্তু জানেন কি বর্তমানে এই কাজের প্রলোভনেই পা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বহু মানুষ। এতে শুধু আর্থিক ক্ষতি নয়, আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে। কিভাবে এড়াবেন ? 

The Lost Cubicle: Reassessing Work-From-Home Paradigms In The Post-Pandemic  World

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, যখনই আপনি এরকম কোন প্রস্তাব পাবেন, তখন আগেই মাইনে সংক্রান্ত কথাবার্তা সেরে ফেলবেন। যদি দেখেন কর্তৃপক্ষ স্পষ্ট কোন জবাব দিচ্ছেন না, বা আপনি তার বক্তব্য বুঝতে পারছেন না, তখন সেই পথে না এগোনোই উচিত। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন যে, অনলাইনে পাওয়া কোন কাজের অফার গ্রহণ না করেই শ্রেয়।  

5 tips to find the perfect work from home job - India Today

তাদের মতে, নিজের ব্যক্তিগত তথ্য অপরিচিত ব্যক্তির কাছে শেয়ার করার আগে অবশ্যই ভালোভাবে পরখ করে নেবেন সেই ব্যক্তিকে। যেকোনো অপরিচিত লিংক বা বিজ্ঞাপনে সাড়া না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তাই সতর্ক থাকাটাই জরুরী।

Add 1