নিজস্ব সংবাদদাতাঃ কোভিডের পরে এবার রাজ্যে ভয় ধরাচ্ছে বার্ড ফ্লু। চিকিৎসকরা জানিয়েছেন যে, এবার পশ্চিমবঙ্গে থাবা বসাতে চলেছে বার্ড ফ্লু। ইতিমধ্যেই রাজ্যে চার বছর বয়সি এক শিশুর শরীরে বার্ড ফ্লু এর ভাইরাস পাওয়া গিয়েছে।
/anm-bengali/media/post_attachments/785e646b-b41.png)
চিকিৎসকদের আশঙ্কা যে আগামী দিনে এই ভাইরাস আরও ভয়াবহ হতে চলেছে। আরও জানা গিয়েছে যে এতদিন পর্যন্ত শুধু পশুপাখিদের প্রাণহানির আশঙ্কা ছিল, তবে এখন এই রোগে মানুষেরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
/anm-bengali/media/post_attachments/ea5d0d20c4b20cd21874dd7e32b2f6c9d72d5cfa11e03cf5f8ae654226a99bcd.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)