নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ বিল সংশোধনী প্রসঙ্গে বড় মন্তব্য করলেন অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশিন কাউন্সিলের চেয়ারম্যান, সৈয়দ নাসেরুদ্দিন চিস্তি। তিনি বলেন, ''ওয়াকফ বিলে সংশোধন প্রয়োজন। আমি আশা করি এই বিল স্বচ্ছতা আনবে।''
/anm-bengali/media/media_files/2025/03/31/8xluzoKNE7A0IMRYptCV.jpeg)
এর পাশাপাশি তিনি বলেন, "আমরা এমন এক দেশে বসবাস করছি, যেখানে গঙ্গা-যমুনার সংস্কৃতি বিরাজমান। গতকাল ছিল চেটি চাঁদ, এখন চলছে নবরাত্রি, আর আজ ঈদ-উল-ফিতর। আমি নিশ্চিত যে সারা দেশজুড়ে,সমস্ত সম্প্রদায়ের মানুষই আজ একে অপরকে শুভেচ্ছা জানাবে। একসঙ্গে মিলেমিশে থাকাই আমাদের দেশের সংস্কৃতি এবং এটিই আমাদের শক্তি।"