নিজস্ব সংবাদদাতা: বলিউড অভিনেতা সইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন শরিফুল। তবে এখন সন্দেহ, শুধু শরিফুল নয়, সইফকে হামলাকাণ্ডে থাকতে পারে আরও অন্য কেউ। খুব সম্ভবত ঘটনায় অভিযুক্ত শরিফুলকে সাহায্য করেছিল আরও কেউ সন্দেহ মুম্বই পুলিশের। তাহলে সে কে? চলছে খোঁজ।