নিজস্ব সংবাদদাতা : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে 'ক্যাশ-ফর-কোয়েরি' অভিযোগের বিষয়ে লোকসভার নীতিশাস্ত্র প্যানেল রিপোর্ট গ্রহণ করার বিষয়ে, কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর বড় মন্তব্য করেছেন। তার কথায়, ''এটি ভারতের সংসদীয় গণতন্ত্রের উপর একটি বড় আক্রমণ।বড় শিল্পপতি ও পুঁজিপতিদের সংসদ দখলের এটাই প্রথম উদাহরণ।একজন সংসদ সদস্য যখন ব্যবসা নিয়ে এবং আদানির বিরুদ্ধে কথা বলেন তখন নীতিশাস্ত্র কমিটির অপব্যবহার করা হয়।কার্যধারা একটি স্থির ম্যাচ। প্রধানমন্ত্রী মোদী আদানির হয়ে কাজ করেন এবং তাকে বাঁচাতে তিনি যেকোনো স্তরে যেতে পারেন।প্রায় ৮০০ সাংসদ রয়েছেন।কোভিডের পরে লগইন পদ্ধতির বিষয়ে কোনও নতুন নিয়ম নেই। তাহলে কী করে জাতীয় নিরাপত্তার বিষয় হল?আদানিকে প্রশ্ন করা হচ্ছে জাতীয় নিরাপত্তা নিয়ে? আদানি আর ভারত কি একই?''