ক্রমশ অবনতির দিকে এগোচ্ছে রাজধানী দিল্লির আবহাওয়ার সূচক

রাজধানী শহরে বায়ুর গুণমান 'খুব খারাপ'।

author-image
Adrita
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানী দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বেড়েছে। আজ দূষণের মাত্রা রেকর্ড করা হয়েছে। দূষণের সূচক আজ বেশ খারাপ পরিলক্ষিত হয়েছে। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, দীপাবলির পরেই দিল্লির দূষণের পরিমাণ আরও বেশি বেড়ে গিয়েছে। জানা গিয়েছে যে, শুক্রবার বিকেল ৪টে নাগাদ দিল্লির একিউআই কমে হয় ৩৩৯। সন্ধে ৭টায় তা আরও কমে নেমে যায় ৩২৩ পর্যন্ত। 

বায়ুর গুণমান ক্রমাগত অবনতি হওয়ায় ধোঁয়াশার একটি পাতলা স্তর জাতীয় রাজধানীকে গ্রাস করেছে। CPCB-এর মতে, AQI 'খুব খারাপ'। দিল্লির এক বাসিন্দা আদিত্য বলেন, " শ্বাস নিতে খুব কষ্ট হয়। এই সময়টা আমরা বাইরে গিয়ে ব্যায়াম করতে পারি না। "