নিজস্ব সংবাদদাতা: দিল্লির মন্ত্রী ও এএপি নেতা অতিশি বলেছেন, "দিল্লিতে মুনাক খালের প্রবেশের সময় একটি বাঁধ ভাঙা হয়েছিল। হরিয়ানা সেচ দফতর উপস্থিত ছিল এবং দিল্লি জল বোর্ডের দলও সেখানে উপস্থিত ছিল। বর্তমানে বাঁধটি মেরামত করা হয়েছে। সেই বাঁধের কংক্রিটের আস্তরণের কাজ চলছে। তাই আমরা আশাবাদী যে হরিয়ানা আগামীকাল সকাল থেকে মুনাক খালে জল ছেড়ে দেবে।"