নিজস্ব সংবাদদাতা: মণিপুরে গিয়ে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধিরা। আজ তারা মণিপুরের রাজ্যপালের (অনুসুইয়া উইকে) সঙ্গে সাক্ষাৎও করেন। বর্তমানে বিরোধী জোটের প্রতিনিধিরা দিল্লিতে ফিরেছেন। দিল্লিতে ফিরেই তৃণমূলের প্রতিনিধি সুস্মিতা দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন।
তিনি বলেছেন, "আমরা একটি সর্বদলীয় প্রতিনিধিদল চেয়েছিলাম কিন্তু সরকার রাজি হয়নি এবং সেই কারণেই ইন্ডিয়া জোট মণিপুরে সফর করেছে৷ রাজ্যপাল (অনুসুইয়া উইকে) বলেছেন রাজনীতির ওপরে উঠে মণিপুরের সমস্যার সমাধান করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে এলে আমরা তার কাছে আমাদের বক্তব্য রাখব কিন্তু প্রধানমন্ত্রী মোদী রাজ্যসভা বা লোকসভায় আসছেন না"।