নিজস্ব সংবাদদাতা: আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। শ্রাবণ মাসে মেয়েদের সবুজ কাঁচের চুরি পরে একটি প্রথা রয়েছে। তবে জেনন কি কেনও এই মাসে মেয়েরা সবুজ চুরি পরে? এর রয়েছে বড় মাহাত্ম।
সবুজ রঙের কাঁচের চুরি পরিধান করলে স্বামী বা কাছের মানুষ দীর্ঘজীবী হন। এই রঙ বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে মেয়েরা এই কাঁচের চুরি পড়ে থাকেন।