নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে পালন হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2025)। চলতি বছর প্রজাতন্ত্র দিবসের থিম ‘স্বর্ণালী ভারত'। ব্রহ্মোস থেকে পিনাক, প্রলয়, কর্তব্যপথে মিসাইলের সারি আকাশপথে MI-17 থেকে পুষ্পবৃষ্টি নজত কেড়েছে সকলের। বিভিন্ন রাজ্যের ৩১টি ট্যাবলো প্রদর্শন। রয়েছে বাংলার ট্যাবলো।