নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন বেসরকারি ন্যাপথলিন কারখানায় ভয়াবহ আগুন, এলাকা জুড়ে আতঙ্ক। ১৯ নম্বর জাতীয় সড়কের সংলগ্ন মুচিপাড়া RIP প্লটের কাছে একটি ন্যাপথলিন তৈরির কারখানায় বুধবার সন্ধ্যায় ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। এরপরে স্থানীয় নিউ টাউনশিপ থানার পুলিশ ও দমকলকে খবর দিলে দেয় স্থানীয়রা। দমকলের ১টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
বিকট শব্দ শুনে স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে এলে দেখে আগুনের লেলিয়ান শিখা। দুইজন আহত হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে।কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে স্থানীয়রা। আগুনের লেলিহান শিখা দেখে জাতীয় সড়ক ও সার্ভিস রোডে গাড়ি ধারিয়ে যায়, যানজটের ও সৃষ্টি হয়।