নির্বাচনের আগে বড় চমক, আরও শক্তিশালী বিজেপি

অন্ধ্রপ্রদেশের তেলেগু দশম পার্টি এনডিএর সঙ্গে যোগ দিয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা নলিন কোহলি বলেছেন, "নরেন্দ্র মোদীর কাজের কারণেই দেশের বিভিন্ন দল এনডিএ-এর সঙ্গে যুক্ত হতে চাইছে।"

author-image
Tamalika Chakraborty
New Update
editted bjp leader .jpg

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগে টিডিপি এনডিএ-তে যোগ দিয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা নলিন কোহলি বলেছেন, "যদি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেয়াদের ১০ বছরের দিকে তাকাই, দেখতে পাবো দেশে প্রচুর কাজ করা হয়েছে। ভারত অর্থনীতিতে  দশম অবস্থান থেকে পঞ্চম স্থানে উঠেছে। আরও এগিয়ে চলেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে।

narendra modi edited .jpg

সমাজের প্রতিটি স্তরের জন্য কাজ হয়েছে। উন্নয়ন হয়েছে। অর্থনীতির পাশাপাশি বিশ্ব মঞ্চে দেশের উপস্থিতি বেড়েছে। এসব দেখে তাঁর দিকে তাকালে,  তাঁর নেতৃত্বের দিকে তাকালে, এটা স্বাভাবিক যে বিভিন্ন দল চাইবে যে দেশের সেবায় এনডিএ আরও শক্তিশালী হোক।"

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg