নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টের বিচারপতি এসভিএন ভাট্টি সোমবার শুনানির সময় বলেন, কেরলে যখন আমি ছিলাম, তখন একটি হিন্দু ভাতের হোটেল ছিল। অন্যটি মুসলিম ভাতের হোটেল ছিল। দুটোই নিরামিষ। আমি মুসলিম ভাতের হোটেলে যেতাম। কারণে সেখানে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যবিধি মেনে চলা হতো। তিনি বলেন, একজন বিচারপতি হওয়ার কারণে কেরলে শহরের নাম বা হোটেলের নাম প্রকাশ করতে চাইছেন না। প্রসঙ্গত, উত্তরাখণ্ড সরকার ও উত্তরপ্রদেশ সরকার কানওয়ার রুটের সমস্ত হোটেলের রাধুনিদের নামের ফলক লাগানোর নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই নির্দেশের স্থগিতাদেশ দিয়েছেন।