BREAKING: পাকিস্তানকে সমর্থন করলেই বয়কট করা হবে ! এবার তুরস্ক ও আজারবাইজানকে নিয়ে বড় মন্তব্য করলেন একনাথ শিন্ডে
BREAKING: দেশদ্রোহিতার সমান ! বিজেপি নেতার মন্তব্যকে নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস
BREAKING: বীরভূমের সভাপতি পদ থেকে সরলেন অনুব্রত ! বড় সাংগঠনিক রদবদল তৃণমূলে
BREAKING: ইন্ডি জোটের ভবিষ্যৎ নেই, বিজেপি শক্তিশালী ! একি বলে ফেললেন চিদাম্বরম
BREAKING: এবার তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে সব চুক্তি বাতিল করল লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি !
BREAKING: প্রধানমন্ত্রীর বাড়িতে অমিত শাহ আর অজিত দোভাল ! ফের কি কোনও বড় পদক্ষেপের পথে কেন্দ্র ?
BREAKING: সীমান্তের মানুষদের মনোবল বাড়াতে এবার বিকানের যাবেন মোদি ! দেখুন বড় খবর
BREAKING: কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ নিল ওড়িশা ! বড় ঘোষণা করলেন ধর্মেন্দ্র প্রধান
ঝড়ে বিপর্যস্ত বেলপাহাড়ি, বন্ধ রাজ্য সড়ক

উত্তর পূর্বাঞ্চলের চারটি রাজ্যের সীমা পুনর্বিন্যাসের জন্য কেন্দ্রীয় সরকারকে তিন মাসের সময়সীমা সুপ্রিম কোর্টের

আইনের ৮(ক) ধারা অনুযায়ী ওই চার রাজ্যের সংসদীয় ও বিধানসভা কেন্দ্রগুলির সীমা পুনর্বিন্যাস হওয়ার কথা। সেই সূত্রে এর আগে নির্বাচন কমিশনের কাছে এই প্রসঙ্গে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছিল আদালত।

author-image
Jaita Chowdhury
New Update
Supreme court

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: উত্তর পূর্বাঞ্চলের চারটি রাজ্যের সীমা পুনর্বিন্যাসের জন্য কেন্দ্রীয় সরকারকে তিন মাসের সময়সীমা সুপ্রিম কোর্টের। 

মূলত অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড সহ মণিপুর ও আসামের সীমা পুনর্বিন্যাসের জন্য এখনো পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে, তা কেন্দ্রকে জানাতে সুপ্রিম নির্দেশ।  থমকে থাকা পুনর্বিন্যাসের কাজ ২০২০ সালে রাষ্ট্রপতির নির্দেশের পর শুরু করা সম্ভব। মন্তব্য আদালতের।

জনপ্রতিনিধিত্ব আইনের ৮(ক) ধারা অনুযায়ী ওই চার রাজ্যের সংসদীয় ও বিধানসভা কেন্দ্রগুলির সীমা পুনর্বিন্যাস হওয়ার কথা। সেই সূত্রে এর আগে নির্বাচন কমিশনের কাছে এই প্রসঙ্গে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছিল আদালত।

ওই রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে রাষ্ট্রপতি যদি মনে করেন সেখানে এই পুনর্বিন্যাসের কাজ করা সম্ভব, তাহলে আগের নির্দেশ তিনি প্রত্যাহার করতেই পারেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষে এই কাজ করা সম্ভব। অভিমত আদালতের।

Supreme court

প্রসঙ্গত, ২০২০ সালের 28 ফেব্রুয়ারি রাষ্ট্রপতির নির্দেশে উত্তর পূর্বাঞ্চলের ওই চারটি রাজ্যে সীমা পূনর্বিন্যাসের সবুজ সংকেত দান। সেই মতো ২০২০ সালের ৬ মার্চ কেন্দ্র দ্বারা ডিলিমিটেশন কমিশন গঠন। যে কমিশন দ্বারা জম্মু ও কাশ্মীর আসাম অরুণাচল প্রদেশ মনিপুর এবং নাগাল্যান্ডে সীমা পুনর্বিন্যাসের কাজ হওয়ার কথা। কিন্তু জম্মু ও কাশ্মীর ছাড়া বাকি চার রাজ্যে সেই কাজ কেন হয়নি? এমন প্রশ্নে মামলা।