মধ্যপ্রদেশের বিধানসভা থেকে জওহর লাল নেহরুর ছবি সরানোকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা দেখা দিয়েছে। এই প্রসঙ্গে ভারতীয় আদিবাসী পার্টির বিধায়ক কমলেশ্বর দোদিয়ার বলেছেন, "জওহরলাল নেহরুর প্রতিকৃতি বিধানসভা থেকে সরানো উচিত নয়। তিনি একজন সুপ্রিম নেতা, তাঁর প্রতিকৃতি বিধানসভায় রাখা উচিত ছিল। "