ইউনিফর্ম সিভিল কোড বিল পাস, উচ্ছ্বসিত রাজ্যের জনগণ

রাজ্য বিধানসভা আজ ইউনিফর্ম সিভিল কোড উত্তরাখণ্ড ২০২৪ বিল পাস হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
puskar singh dhami edir.jpg

নিজস্ব সংবাদদাতা:  রাজ্য বিধানসভা আজ ইউনিফর্ম সিভিল কোড উত্তরাখণ্ড ২০২৪ বিল পাস হয়েছে। এরপরেই রাজ্যের জনগণ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ওপর ফুলের পাপড়ি বর্ষণ করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। জ্বালানো হয় আতসবাজি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী  রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানান।