নিজস্ব সংবাদদাতাঃ এবার প্রতি ঘণ্টায় ২০ কিমি গতিতে চলবে ট্রেন। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে যে, বেশ কিছু দূরপাল্লার ট্রেনের গতি ১১০ কিলোমিটার থেকে বেড়ে ১৩০ কিলোমিটার হয়েছে। এতে দূরপাল্লার ট্রেনের গড় গতিবেগ বৃদ্ধি পাবে এবং যাত্রা সময় কমবে।
পূর্ব রেল জানিয়েছে যে, বেশ কিছু ট্রেনে ইতিমধ্যে এই গতি বেড়েছে। যেগুলি হল, 12361/62 আসানসোল – ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সাপ্তাহিক )এক্সপ্রেস, 12375/76 টাটানগর – জাসিদিহ এসএফ এক্সপ্রেস, 13287/88 দুর্গ – আরা এক্সপ্রেস, 22843/44 সম্বলপুর – পাটনা এসএফ এক্সপ্রেস, 18449/50 পুরী – পাটনা বৈদ্যনাথধাম এক্সপ্রেস, 15047/48 কলকাতা – গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, 15049/50 কলকাতা – গোরক্ষপুর এক্সপ্রেস এবং 15051/52 কলকাতা – গোরক্ষপুর এক্সপ্রেস।