এক ধাক্কায় গতি বাড়ল ট্রেনের, ঘণ্টায় ২০ কিমিতে ছুটবে

দূরপাল্লার ট্রেনের গড় গতিবেগ বৃদ্ধি পাবে এবং যাত্রা সময় কমবে।

author-image
Adrita
New Update
দ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ এবার প্রতি ঘণ্টায় ২০ কিমি গতিতে চলবে ট্রেন। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে যে, বেশ কিছু দূরপাল্লার ট্রেনের গতি ১১০ কিলোমিটার থেকে বেড়ে ১৩০ কিলোমিটার হয়েছে। এতে দূরপাল্লার ট্রেনের গড় গতিবেগ বৃদ্ধি পাবে এবং যাত্রা সময় কমবে।

West Bengal: Eastern Railway set to run full fleet to decongest trains |  Kolkata News - Times of India

পূর্ব রেল জানিয়েছে যে, বেশ কিছু ট্রেনে ইতিমধ্যে এই গতি বেড়েছে। যেগুলি হল, 12361/62 আসানসোল – ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সাপ্তাহিক )এক্সপ্রেস, 12375/76 টাটানগর – জাসিদিহ এসএফ এক্সপ্রেস, 13287/88 দুর্গ – আরা এক্সপ্রেস, 22843/44 সম্বলপুর – পাটনা এসএফ এক্সপ্রেস,  18449/50 পুরী – পাটনা বৈদ্যনাথধাম এক্সপ্রেস, 15047/48 কলকাতা – গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, 15049/50 কলকাতা – গোরক্ষপুর এক্সপ্রেস এবং  15051/52 কলকাতা – গোরক্ষপুর এক্সপ্রেস। 

Railway stock jumps after it emerges as the lowest bidder for Eastern  Railway project - Trade Brains

Adddd