উদ্ধারকাজে আসছে গতি, তৈরি হয়েছে নতুন রাস্তা

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ইতিমধ্যে ভেজ পোলাও ও মটর পনির পাঠানো হয়েছে ৷ রাতের খাবারের জন্য পাঠানো হয়েছে চাপাটি ও মাখন ৷

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরকাশীতে আটকে এখনও ৪১ জন। পাইপে করে যাচ্ছে খাবার। ইতিমধ্যে উদ্ধার কাজে গতি অআনতে তৈরি হয়েছে এক নতুন রাস্তা। পাহাড়ের ওপর দিয়ে চলছে রাস্তা তৈরির কাজ। এই প্রসঙ্গে বিআরও -এর মেজর নামান নরুলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে " প্রায় ১,২০০ মিটার রাস্তা তৈরি করা হয়েছে। দুটি ড্রিলিং মেশিন গাড়িও টানেলের জায়গায় পৌঁছেছে। আমরা ৪৮ ঘন্টার মধ্যে ট্র্যাকটি তৈরি করেছি। " 

hiren

hiring.jpg