নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশে নতুন করে তুষারপাতের পর পাহাড়ি এলাকায় লোকজনের ভিড় জমেছে। এই আবহে মানালিতে যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তায় সাড় দিয়ে দাঁড়িয়ে পড়েছে। সমস্যায় যাত্রীরা।
#WATCH | Himachal Pradesh: Traffic congestion and slow vehicular movement witnessed in Manali as people throng to hilly areas after fresh snowfall. pic.twitter.com/rg889Uj9Vx