নিজস্ব সংবাদদাতা: কলকাতায় বা দক্ষিণবঙ্গে অতটা শীতের প্রভাব অনুভূত না হলেও পাঞ্জাব, হরিয়ানা এবং ভারতের উত্তর-পূর্ব দিকের অংশগুলিতে যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সব থেকে বেশি সেখানে দেখা যাচ্ছে কুয়াশা যার ফলে ঠান্ডা যথেষ্ট রয়েছে। এবার এই নিয়ে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে। এই নিয়ে মুখ খুললেন ভারতীয় আবহাওয়া বিভাগের মুখ্য বৈজ্ঞানিক এ কে সিং। তিনি বলেন, 'কুয়াশা এখনো জারি থাকবে এবং পাঞ্জাব হরিয়ানায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। আগামী তিন দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। ঘন কুয়াশা আগামী কয়েক দিন ধরে দেখা যাবে'।