নিজস্ব সংবাদদাতা : সবে মাত্র নবরাত্রি, দুর্গাপুজো, দশেরার উৎসব সম্পন্ন হল। শীত আসতে এখনও দেরি। এদিকে ক্রমে দিল্লির দূষণ পরিস্থিতি নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে। রীতিমতো বিপজ্জনক অবস্থা যা প্রভাব ফেলছে স্বাস্থ্যের ওপরেও। দিল্লির বাতাসের গুণমান নিয়ে এক সাইকেল আরোহী সুযোগ সালুখে জানান, "শীত শুরু হয়নি কিন্তু দূষণের মাত্রা ইতিমধ্যেই বেড়ে চলেছে। আমরা সাইকেল আরোহীরা যখন ভোর ৫ টায় আমাদের বাড়ির বাইরে পা রাখি, তখন আমরা আশা করি বাতাস বিশুদ্ধ হবে কিন্তু যে আজকাল তা থাকে না।"