গর্বিত! চাষ করে দেশে সেরার সম্মান আনলেন পাহাড়ি কৃষক

দেশের সেরা কৃষকের সম্মান জিতে নিলেন সিকিমের শেরিং গ্যাৎসো লেপচা। তিনি আসন্ন প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘দেশের সেরা কৃষক’ সম্মান গ্রহণ করতে চলেছেন।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-25 at 19.14.04

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বাজরা চাষে বাজিমাত। দেশের সেরা কৃষকের সম্মান জিতে নিলেন সিকিমের শেরিং গ্যাৎসো লেপচা। সূত্রের খবর, তিনি আসন্ন প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘দেশের সেরা কৃষক’ সম্মান গ্রহণ করতে চলেছেন। তাঁর কৃষিক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য সিকিমে তিনি পরিচিত  ‘মিলেট ম্যান অফ সিকিম’ নামে। তিনি রাজ্যের কৃষি ক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছেন। সকলের বক্তব্য, তাঁর এই উদ্যোগ কৃষিক্ষেত্রে উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।