নিজস্ব সংবাদদাতা: সিকিমে জয়ের ক্ষেত্রে এবার ইতিহাস গড়তে চলেছে শাসক দল সিকিম ক্রান্তিকারি মোর্চা।
সিকিমের ৩২ টি আসনের মধ্যে ৩০ টি তেই নিজেদের দাপট বজায় রেখেছে তারা।
ইতিমধ্যেই এসেছে প্রথম জয়ও। পিন্টসো নামগ্যাল লেপচা ডিজঙ্গু (৩০) আসন থেকে জয় পেয়েছেন।
PINTSO NAMGYAL LEPCHA | DJONGU | SKM | Sikkim | Sikkim Krantikari Morcha