নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক ব্যাঙ্কিং সেক্টরের একটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আজ একথা নিজেদের এক্স ( আগের টুইটার ) হ্যান্ডেল থেকে টুইট করে জানায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই পুরস্কারটি লন্ডনের সেন্ট্রাল ব্যাঙ্কিং-এর তরফ থেকে প্রদান করা হয়।
/anm-bengali/media/media_files/KpaxD8ytmPmKmH6UpmDH.jpg)
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এক্স (টুইটার)-এ জানিয়েছে, “আমাদের নিজস্ব ডেভেলপার টিমের তৈরি 'প্রবাহ' ও 'সারথি' সিস্টেমের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। এই ডিজিটাল উদ্যোগ কাগজ ভিত্তিক কাজ কমিয়ে টেকনোলজি ভিত্তিক কাজের আধুনিকীকরণে যথেষ্ট ভূমিকা রেখেছে।”