নিজস্ব সংবাদদাতা: প্রয়াগরাজে মহাকুম্ভে মৌনী অমাবস্যায় 'অমৃতস্নান'-এর পর, পঞ্চায়েতি নিরঞ্জনী আখড়ার দিগম্বর নাগা বাবা চিদানন্দ পুরী বলেন, "আজকে একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমাদের (আখড়ার) শোভাযাত্রা বের করা যায়নি। আমরা এখন একটি অনুষ্ঠান করতে এসেছি। আমরা সবা ছোট ছোট দলে ভাগ করে পবিত্র ডুব দিতে সঙ্গমে এসেছি।"