প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, এক দেশ এক নির্বাচন হতে হবে- মেনে নিলেন মুখ্যমন্ত্রী- সঙ্গে করলেন প্রশংসাও- জানুন কি বললেন মুখ্যমন্ত্রী?

কি বললেন মুখ্যমন্ত্রী?

author-image
Aniket
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবার এক দেশ এক নির্বাচন হতে হবে বলে প্রধানমন্ত্রীর বক্তব্যকে মেনে নিলেন।

তিনি বলেছেন, "৭ই ডিসেম্বর নর্মদাপুরমে একটি বিভাগ-স্তরের বিনিয়োগকারী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ এর মাধ্যমে, বিনিয়োগকারীরা নর্মদাপুরমের সম্ভাবনার সাথে যুক্ত হবে এবং আমরা রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করব। এতে সব মহলের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি এ মাসেই বিদেশ যাচ্ছি ইনভেস্টর সামিটের জন্য যা ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হবে। আমাদের লোকদের যাতে রাজ্যেই বাইরে গিয়ে চাকরি পেতে না হয় তা দেখতে সরকার কাজ করছে। নির্বাচনও আছে। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, এক দেশ এক নির্বাচন হতে হবে। আমরা যখন নির্বাচনের জন্য সময় বের করি, তখন তা বিভ্রান্তির সৃষ্টি করে। তবুও, আমি আত্মবিশ্বাসী যে আমরা শুধু ঝাড়খণ্ড নয়, মহারাষ্ট্রেও জিতব। আমরা বুধনি ও উদয়পুর উপনির্বাচনও করব। আমি আজ ঝাড়খণ্ডে তিনটি জনসভায় ভাষণ দিতে যাচ্ছি।"