নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছরেই বদলে যাচ্ছে দাম। সূত্র মারফত জানা গিয়েছে যে, তামাক এবং সংশ্লিষ্ট পণ্যের উপর বর্তমানের ২৮ শতাংশ করের বদলে ৩৫ শতাংশ কর বসানো হতে পারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে এবং রাজ্যের অর্থমন্ত্রীদের সহ পরিষদ প্রস্তাবিত পরিবর্তনগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আরও জানা গিয়েছে যে, ২১ ডিসেম্বর জয়সলমীরে রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে জিএসটি কাউন্সিলের বৈঠকে বসতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।