নিজস্ব সংবাদদাতাঃ ভোটের মধ্যেই নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম ঊর্ধ্বমুখী। এই অবস্থায় সাধারণ মানুষের একটাই সবজি সাধ্যের মধ্যে পাওয়া যায় আর তা হল আলু। তবে এবার এই আলুতেও থাবা বসিয়েছে মাথাচাড়া দাম।
আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন যে, পরবর্তী দিনে আরও ১০ শতাংশ বাড়তে পারে আলুর দাম। কলকাতাসহ আশেপাশের এলাকাতে চন্দ্রমুখী আলুর দাম ৪০ টাকা।
সূত্র মারফত জানা গিয়েছে যে, ২০২৩- ২৪ অর্থবর্ষে আলুর ফলন কম হয়েছিল। সেই কারণে মনে করা হচ্ছে যে চলতি বছর আলুর যোগানও কম হবে। সে ক্ষেত্রে গোটা দেশেই ক্রমশ বাড়তে চলেছে আলুর দাম। আলু ব্যবসায়ীরা আরও জানিয়েছেন যে, এক মাসের মধ্যে আলুর দাম বেড়েছে প্রায় ২৩ শতাংশ।