নিজস্ব সংবাদদাতাঃ সংসদের (Parliament) বিশেষ অধিবেশনে একসাথে একাধিক বিল পাস করানো নিয়ে ধন্দে পড়েছেন খোদ সাংসদরাই। যা নিয়ে সাংসদদের মধ্যেই একাধিক প্রশ্নও উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে এবার এক তাই সরব হতে দেখা গিয়েছে কংগ্রেসের নেতা (Congress Leader) তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) । তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে জানিয়েছেন যে, "আমি শুরু থেকেই বলে আসছি যে এটি বেশ অযৌক্তিক। কেন সরকার এই বিশেষ অধিবেশনে এতগুলি বিল পাস করার সিদ্ধান্ত নিয়েছে, তাদের ব্যাখ্যা করা দরকার। বিশেষ অধিবেশন সাধারণত একটি বিশেষ আলোচ্যসূচির জন্য ডাকা হয় এবং শুধুমাত্র সেই ইস্যুতে আলোচনা করা হয়, তবে এটি একটি বিশেষ অধিবেশন বা নিয়মিত অধিবেশন কিনা তা সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্টতা দেওয়া হয়নি... আমরা সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে চিন্তিত সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে আমাদের কোনো সমস্যা নেই। গতকাল সর্বদলীয় বৈঠকে যে ৯টি দফা উত্থাপন করা হয়েছিল, আমি তার সবকটিই তুলে ধরেছি।"
সাংসদ তার বক্তব্যে প্রশ্ন তুলেছেন যে, বিশেষ অধিবেশনে আয়োজিত এতগুলি বিল পাস করার কি দরকার ছিল? অধিবেশনের নিয়ম অনুযায়ী 'জিরো আওয়ার' 'প্রশ্নমালা' এগুলো কোথায় গেল? কেন আগে থেকে এই বিল পাসের কথা জানানো হলো না? বিরোধীরা সর্বদলীয় বৈঠকে প্রশ্ন তুলেছে, কেন এই গোপনীয়তা করা হল? সূত্রের খবর, জবাবে মৌনতা ছাড়া কিছুই মেলেনি সরকার পক্ষের কাছ থেকে।
রীতি অনুযায়ী প্রত্যেক বারেই সংসদ শুরুর আগে সর্বদলীয় বৈঠকে একটু দেরিতে হলেও যোগ দেন প্রধানমন্ত্রী। কিন্তু বৈঠকে নরেন্দ্র মোদী অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেউই আসেননি। বৈঠকের সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। যা নিয়ে হয়রান হয়েছেন সাংসদদের অনেকেই। এই অধিবেশনকে ‘বিশেষ অধিবেশন’ হিসাবে চিহ্নিত করেনি সরকার। অর্থাৎ একে রাখা হচ্ছে অন্য অধিবেশনগুলির শ্রেণিতেই। কিন্তু তা সত্ত্বেও জ়িরো আওয়ার বা প্রশ্নোত্তর পর্ব কেন রাখা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
বলা বাহুল্য যে, সংসদ অধিবেশন শুরু হওয়ার আগের দিন প্রথামাফিক সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র, কিন্তু আস্তিনের তাস দেখাল না। এর আগে লোকসভার সচিবালয় বুলেটিনে জানিয়ে দিয়েছিল অধিবেশনের ‘আংশিক’ কার্যবিবরণী। ‘আংশিক’ কারণ, ওই বুলেটিনেই লেখা ছিল, এই তালিকা ‘অসম্পূর্ণ’।