নিজস্ব সংবাদদাতাঃ বাংলাকে ভারতের পাকিস্তান বানাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে এমনই নিশানায় বিঁধেছেন কেন্দ্রের মন্ত্রী গিরিরাজ সিং।
/anm-bengali/media/post_attachments/6e25452ab91fa6b71afa95094dcda5ff81ac36373bfa27780b91fe4ac58fe38b.jpg)
তার কথায়, '' মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলা মুসলিম রাষ্ট্র হোক। গত নির্বাচনে তার মন্ত্রী সাংবাদিকদের মিনি পাকিস্তান দেখাতেন, যার অর্থ তিনি পশ্চিমবঙ্গকে ভারতের পাকিস্তান বানাতে চান। যখন আমাদের সরকার গঠিত হবে, এনআরসি, সিএএ, ইউসিসি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যকর করা হবে এবং কিম জং এর মতো তার একনায়কতন্ত্রের অবসান ঘটবে। ''
তিনি আরও জানিয়েছেন যে, '' রাহুল গান্ধী এবং লালুপ্রসাদ যাদব যারা নিজেদের পিছিয়ে পড়ার শুভাকাঙ্ক্ষী হিসাবে জাহির করেন, কর্নাটকে তারা মুসলিমদের ওবিসির মর্যাদা দিয়ে পিছিয়ে পড়ার সংরক্ষণের অবসান ঘটিয়েছেন। ভবিষ্যতে তারা দেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ''
/anm-bengali/media/post_attachments/f63c5aa5210dd5456af7d9d262dd8750e4dbaae91e93ee3975112941ef29352c.jpg?impolicy=abp_cdn&imwidth=320)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)